রাখো রাখো বংশীধারী কোথাতে পালাবে (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

রাখো রাখো বংশীধারী কোথাতে পালাবে
রাখো রাখো বংশীধারী কোথাতে পালাবে আমরা ব্রজের গোপী ছাড়ি কোথাতে পালাবে ঐহে শ্যাম ঐ হে নাগর

লিরিক্সহানঃ
রাখো রাখো বংশীধারী কোথাতে পালাবে।
আমরা ব্রজের গোপী ছাড়ি কোথাতে পালাবে।
ঐহে শ্যাম ঐ হে নাগর।

তুমিতো কদম্ব ডালে,
আমরা যমুনার জলে।
অবলা রাধারে দিলে যন্ত্রণা,
এখন কেনে পালাবে।
সেই যমুনাতে বস্ত্র হরণ,
সে দিনের কথা ভুলনা।

কথা-সুর সংগ্রহ
অজা বিনোদ সিংহ (বান্দারা অজা)
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

মতাতম দিকঃ

0 Comment "রাখো রাখো বংশীধারী কোথাতে পালাবে (হোলির এলা)"

একটি মন্তব্য পোস্ট করুন