ফাগু খেলোতো বন্ধনো রঙ্গে ফাগু (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

ফাগু খেলোতো বন্ধনো রঙ্গে ফাগু
ফাগু খেলোতো বন্ধনো রঙ্গে ফাগু, নয়নে নয়নে হেরি, দুহু হাতে দুহে ধরি

লিরিক্সহানঃ
ফাগু খেলোতো বন্ধনো রঙ্গে ফাগু।
নয়নে নয়নে হেরি, দুহু হাতে দুহে ধরি ।
শ্যামের মুখো হেরি হেরি, পুনঃ পুনঃ মারে।

শুকো বলে জয়ো কৃষ্ণ,
সারি বলে জয়ো রাধা, 
জয় জয় রাধা কৃষ্ণ বলে।

সবহু গোপী গোপাল লাল, লাল গোপী লালরে,
দেয়তো আবির অঞ্জলী ভরি,
মারতো পুনঃ পুনঃ ভরি পেচোকারি।।

কথা-সুর সংগ্রহ
মণিপুরি থিয়েটার
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

মতাতম দিকঃ

আগোই রেসপন্স করিসে !! "ফাগু খেলোতো বন্ধনো রঙ্গে ফাগু (হোলির এলা)"