নিধুবনে মাধব খেলতো রঙ্গে (হোলির এলা)

হোলি কীর্তনর এলা

নিধুবনে মাধব খেলতো রঙ্গে
নিধুবনে মাধব খেলতো রঙ্গে, ব্রজ বলিতা ফাগু দেয়ো শ্যাম অঙ্গে
লিরিক্সহানঃ
নিধুবনে মাধব খেলতো রঙ্গে,
ব্রজ বলিতা ফাগু দেয়ো শ্যাম অঙ্গে।

কানু দেওলো ফাগু সুন্দরী রায় অঙ্গে,
মুখো মুরয়ি ধ্বনি করি কত ভঙ্গে।

ফাগুয়া খেলিতে ফাগু উঠো লগো গণে,
বৃন্দাবনের তরুলতা রক্তবর্ণ ধরে।

ফাগু রঙ্গে গোপী গণে চৌদিকে ঘেরিয়া,
শ্যাম অঙ্গে দেয় ফাগু অঞ্জলি ভরিয়া।

রাঙা বায়ে রাঙা হইলো যমুনার পানি,
গগণে উঠিল দিগো বিদিক নাহি জানি।

রাঙা ময়ুর নাচে ডালে রাঙা কোকিল গায়ো,
রাঙা ফুলে রাঙা ভ্রমর রাঙা মধু খায়ো।

রাধা জয় রাধা জয় দ্বিজো কূলো গায়ো,
হেরিয়া মদনো ঘোষ নয়ন জুড়ায়ো।

কথা-সুর সংগ্রহ
অজা বিনোদ সিংহ (বান্দারা অজা)
প্রয়াতঃ অজা রামেশ্বর সিংহ
অজা সূর্যমণি সিংহ
সংগ্রাহক 
বিপুল সিংহ (তিলকপুর)
সামাজিক স্বেচ্ছাসেবক
ডিজিটাল সংরক্ষণ
সম্পাদক, নিংশিং চে

মতাতম দিকঃ

0 Comment "নিধুবনে মাধব খেলতো রঙ্গে (হোলির এলা)"

একটি মন্তব্য পোস্ট করুন