রাসপূর্ণিমার বাজার (কবিতা) -পলাশ সিংহ [নিংশিং-২০১৫]




   রাসপূর্ণিমার বাজার
-----------------------------------------

কাল থেকে বিক্রি করছি ঝকঝকে সব রোদের ঘ্রাণ,

সন্ধ্যা থেকে করবো বিক্রি
চকচকে সাদা চাঁদের আলো ।

বিক্রি হচ্ছে রাশি রাশি,
লাল গালের মিষ্টি হাসি ।
সোণামণিদের সাদা মোজা,
মা- বোন'র লাল ইনাফি।

ইকড়ি মিকড়ি চামচিকড়ি,
হচ্ছে এখন ভীষণ বিক্রি ।
রাধা কৃষ্ণের যুগল ছবি,
বেলুন, মিঠাই, খেলনা গাড়ি।

আজি রাসপূর্ণিমার বাজারে আলোর আলো ছড়ালো ,
শ্রী কৃষ্ণ রাধার কোমল নিত্য দেখে মন জুড়ালো ।
আহা স্বপ্ন আমার মিটিলো ।।

                                                                                                             পলাশ সিংহ (ব্লগার),      
                                                                                                        (স্নাতক) সম্মান, ১ম বর্ষ ।
                                                                                                           মৌলভীবাজার সরকারী কলেজ ।

0 Comment "রাসপূর্ণিমার বাজার (কবিতা) -পলাশ সিংহ [নিংশিং-২০১৫]"

একটি মন্তব্য পোস্ট করুন